স্বাধীনতা ও জাতীয় দিবস: মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ (২৬ মার্চ) শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মুন্সীগঞ্জ- আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।


এর আগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসটি শুরু করে। এরপর মুক্তিযুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং দোয়া মোনাজাত করা হয়েছে।

সকাল ৮ টার দিকে জেলা স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানো হয়। এতে কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। পরে বিকেলে ফুটবল, ভলিবল ও নারীদের ক্রীড়া অনুষ্ঠান হয়েছে।