সৌরভ ঘোষকে সভাপতি ও সামিরা ইসলামকে সম্পাদক করে প্রমায়ণের ৬ষ্ঠ কমিটি ঘোষণা

টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৯ PM, ০৫ ডিসেম্বর ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সৌরভ ঘোষকে সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সামিরা ইসলামকে সাধারণ সম্পাদক করে প্রমায়ণের ৬ষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে প্রমায়ণের বাগেরহাট ট্যুরে। প্রতিবছরের ন্যায় একটি ট্যুরের মাধ্যমে বর্তমান কমিটি উপদেষ্টাদের
পরামর্শক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ফোমার প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই প্রমায়ণের কার্য পরিধি বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি নতুন কমিটিই তাদের পূর্ববর্তী কমিটির কার্যক্রমের সাথে নতুন নতুন কার্যক্রম যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় বিগত কমিটি ছিলো অনন্য। তারা ত্রান সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্পসহ নতুন অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রমায়ণকে দারুণ সফলতা এনে দিয়েছে। নতুন কমিটি সম্পর্কে সদ্য সাবেক সভাপতি মনিরুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ” নতুন নেতৃত্ব খুব ডায়নামিক, আশাকরি, নতুনেরা কার্যক্রমে বিগত সকল কমিটিকে ছাড়িয়ে যাবে।”

প্রতিষ্ঠার পর সংগঠনটি শ্রীনগর ও দোহার উপজেলায় সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার সকল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অত্র অঞ্চলের উচ্চ শিক্ষার হার বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে প্রমায়ণ এবং প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। এই সংগঠনের সুফল ভোগ করতে শুরু করেছে এই অঞ্চলের জনগণ। চলার পথ বন্দুর হলেও এই পথ যেনো শেষ না হয়। দীর্ঘজীবন হোক প্রমায়ণের। তরুনেরা যেনো কখনো অভিমানে মুখ না লুকায়। এই স্বপ্নবাজ মুখের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :