সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু, আহত ৩

আব্দুল্লাহ আল মাসুদ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২০ PM, ০২ জানুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউপির চেয়ারম্যান সুমন মিয়ার বড় ভাই এবং ইছাপুরা গ্রামের মৃত এন্তাজ মিয়ার ছেলে মো.হাবিবুর রহমান মিয়া (৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেনে।গতকাল রোববার সকাল ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া সার্ভিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হাবিবুর রহমান মিয়ার মেয়ে, শ্যালক ও শাশুড়ী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

হাসাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শামীম আল-মামুন জানান, লোকমুখে যতটুকু জানতে পেরেছি সকাল ৮ দিকে ঢাকাগামী প্রাইভেট গাড়ীর (নোয়া) সাথে মাওয়াগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এসময় প্রাভেটকারের এক যাত্রী হাবিবুর রহমান হাবিব গুরুতর আহতসহ ৪ জন আহত হয়। গুরুতর আহত হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পিকআপ ভ্যানটি পালিয়ে যায়, আর প্রাইভেট কারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো.সুমন মিয়া বলেন, আমার বড় ভাই তার মেয়ে,শ্যালক ও শাশুড়ীকে নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিল, পথি মধ্যে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটলে ভাই গুরুতর আহত হয়। পরে ভাইকে ঢাকা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে ডা.মৃত ঘোষনা করে। ভাতিজি,ভাইয়ের শ্যালক ও শাশুড়ী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আপনার মতামত লিখুন :