সিরাজদীখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ PM, ১৮ জানুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের উদ্যোগে ৯শত’ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবীর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আবু সাঈদ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার এ আলম, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার সিরাজদীখান উপজেলার ৯টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় বাকী ৫টি ইউনিয়নে আগামী শনিবার ৫শত’ কম্বল বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :