সিরাজদীখানে র‌্যাবের অভিযানে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১২ PM, ২০ সেপ্টেম্বর ২০২০

মুন্সিগঞ্জের সিরাজদীখানে র‌্যাব-১১ এর অভিযানে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদসহ মোঃ নয়ন শেখ (২১) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।নয়ন শেখ সিরাজদীখান উপজেলার ইছাপুরা গ্রামের আওলাদ শেখের পুত্র।

র‌্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার দুপুরে সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান থানাধীন কাঠালতলী (বটতলা তেমাথা) সাকিনস্থ জৈনক ফজলুল করিম এর টি-স্টলের সামনে থেকে মাদক ব্যবসায়ী নয়ন শেখ কে গ্রেফতার করে।এসময় তার কাছ থেকে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী নয়ন দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জের সিরাজদিখান সহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদকদ্রব্যের (বিয়ার ও বিদেশী মদ) ব্যবসা চালিয়ে আসছে  এবং ধারণা করা হচ্ছে এর পেছনে একটি বড় মাদক সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে। সে  এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :