সিরাজদীখানে ভয়াবহ রূপে মাদকের বিস্তার

আব্দুল্লাহ আল মাসুদ
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৭ AM, ১৩ ফেব্রুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভয়াবহ রূপে মাদকের বিস্তার ঘটেছে। উপজেলার ১৪ টি ইউনিয়নেই মাদক বিক্রি জমজমাট হয়ে উঠেছে। পুলিশের যথাযথ তদারকি এবং পর্যাপ্ত পরিমান সোর্স নিয়োগের অভাবে মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। অর্ডার বাই সাপ্লাই বিষয়টি পুরনো হলেও অনেক ব্যবসায়ী বিকাশের মাধ্যমে টাকা নিয়ে বাড়িতে কিংবা ক্রেতাদের বলা জায়গায় পৌঁছে দিচ্ছে মাদক। এতে করে যুব সমাজ ইয়াবা ট্যাবলেটের সাথে পরোক্ষ ভাবে জড়িয়ে পড়ছে। এমনকি মাদক সেবীদের সংখ্যাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

গেলো শুক্রবার বিকেলে সিরাজদীখান বাজার মাজার মসজিদের উত্তর পাশের ময়লার ভাগাড়ের সামনে ২ জন ব্যক্তিকে গাঁজা সেবন করতে দেখা গেছে। দিনে দুপুরেই মাদক সেবন করছেন তারা।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ১৪ টি ইউনিয়ন জুড়ে মাদকের বিস্তৃতি থাকলেও মালখানগর ও ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়ন মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে। এ তিনটি ইউনিয়ন থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে মাদক তথা ইয়াবা ট্যাবলেটের সরবরাহ হয়ে থাকে। এ তিনটি ইউনিয়নে অন্তত পক্ষে ৪০-৫০ জন মাদক ব্যবসায়ী নির্বিঘ্নে মাদক ব্যবসা করে যাচ্ছে।

পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলা থেকে সিরাজদীখান উপজেলায় মাদকের প্রায় ৮০ শতাংশ সরবরাহ হয়ে থাকে। গেলো কয়েকমাসে ইয়াবা ট্যাবলেটের বড় চালানসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু তারপরও মাদকের বিস্তৃতি ঠেকানো যাচ্ছে না। যা এ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ংকর রূপ নিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, সচেতন নাগরিক হিসেবে আপনারা তাদের বিরুদ্ধে তথ্য দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আমাদের বিট পুলিশিং কার্যক্রম করোনার কারণে সীমিত আকারে চালু আছে। আমরা যেসব মাদক ব্যবসায়ীকে ধরে আইনের সোপর্দ করি তারা অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে পুনরায় ব্যবসা শুরু করে। তাদের দীর্ঘ সময় আইনের মাধ্যমে আটকে রাখা সম্ভব হয় না। আমরা গতমাসেও বেশ কিছু মাদকসহ আসামী ধরেছি। ধরলে কি হবে, আমরা একদিকে ধরি তারা ১০-১৫ দিন পর জামিনে বেরিয়ে এসে আবারও ব্যবসা শুরু করে। মাদক থেকে সরে এসে অন্য কোনো পেশায় জড়িত হওয়ার বিকল্প ব্যবস্থা গ্রহনে সরকার যদি উদ্যোগী হন তাহলে আমার মতে মাদক নির্মূল করা সম্ভব হতো।

আপনার মতামত লিখুন :