সিরাজদীখানে ভ্রাম্যমাণ আদালতে ৮ দোকানীকে জরিমানা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৬ PM, ০৪ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবীব কুমার দাশ সিরাজদীখান বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবীব কুমার দাশ সিরাজদীখান
বাজারে ৮ দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেন। অন্য দিকে বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সিরাজদীখান বাজারে টহল নজরদারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রতি বুধবার সিরাজদীখান বাজারের সাপ্তাহিক হাট বসে। যেহেতু এখন লকডাউন চলছে সে ক্ষেত্রে হাট যেন বসতে না পারে এবং মানুষ যেন সমাগম না হয় সেজন্য সকালেই এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত চালিয়েছেন। তারপরে আমি আবার দুপুর পর্যন্ত টহল দিয়েছি। আর সবাইকে বলেছি ১১ তারিখের পর থেকে লকডাউন যদি উঠে যায় তখন দোকান খুলতে পারবে। সেই জন্য আমরা সবাইকে এ বিষয়গুলো জানিয়ে দিয়েছি এবং সবাইকে বলে দিয়েছি সবাই যেন টিকা গ্রহণ করে তারপরে দোকান খোলে।

আপনার মতামত লিখুন :