সিরাজদীখানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩২ PM, ০৪ এপ্রিল ২০২১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকাল আটটার দিকে উপজেলার তুলশী খালী ব্রিজের ঢালে ঢাকা- নাবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন দুর্ঘটনাকবলিত সিএনজির চালক। তার নাম উজ্জ্বল। তিনি কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকিরচানের ছেলে। নিহত বাকী দুইজনের পরিচয় জানা যায়নি।

শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নবাবগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজিটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যানটি তুলশী খালী ব্রিজের ঢালে ঢাকা- নাবাবগঞ্জ সড়কের পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজির আরও দুই যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, আহতরা সবাই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি ।

আপনার মতামত লিখুন :