সিরাজদিখানে ১৫ই আগস্ট শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজদিখান প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৭ PM, ১২ অগাস্ট ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১১ আগষ্ট বিকাল ৫ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল মেম্বারের সঞ্চালনায় বালুচর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এছাড়া সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সুরুজ, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা মাসুদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি অন্যতম সদস্য আরিফ রশিদ, বালুচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসানসহ ওই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :