সিরাজদিখানে শারদীয় দুর্গা উৎসব ২০২০ উপলক্ষে মত বিনিময় সভা

শহীদ শেখ (পাখি)
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ PM, ১৩ অক্টোবর ২০২০

মুন্সীগঞ্জ সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের মহাৎসব আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২০ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে থানা আঙ্গিনায় পুলিশ পরিদর্শক (অপারেশন)মোহাম্মদ আজহারুল ইসলাম এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আসাদুজ্জামান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, জেলা হিন্দু বদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক, উপজেলার বিভিন্ন পুজামন্ডপের সভাপতি সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :