সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখান লতব্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠণ করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রকাশ্যে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কণ্ঠভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্ধীতায় মোঃ শমাহলমকে সভাপতি ও আব্দুল মোঃ হারুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ব্যাপক আয়োজনে সম্মেলনের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটি ঘোষণার পর লতব্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আগের যেকোন সময়ের চেয়ে আরও বেশি প্রানবন্ত ও উচ্ছাসিত হয়েছে।
পূর্ব-রামকৃষ্ণদী মাদবর বাড়ি প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেনর সভাপতিত্বে সাধারণ সহ-সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,উপজেলা সাংস্কৃতিক জোট সহ-সভাপতি শেখ ফরিদ বাদল, উপজেলা সাংস্কৃতিক জোট সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার,উপজেলা সেচ্ছাসেবকলীগ ধর্মবিষয়ক সম্পাদক বাদল মন্ডল,সিরাজদিখান উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পদক গোলাম মোস্তফা সেন্টু.উপজেলা তাঁতীলীগ সভাপতি রাসেল শেখ,দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয় প্রমুখ।