সিরাজদিখানে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

শহীদ শেখ (পাখি)
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ PM, ০৬ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল ইউনিয়নে ৫নং ওয়ার্ড দারুল সুন্নাহ খিলাপাড়া মাদ্রাসায় স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।শুক্রবার ৪ ডিসেম্বর প্রায়ত শেখ শাহাবুদ্দিন আহমেদ স্মরনে মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহ-প্রতিষ্ঠাতা শেখ মোঃ মারোক আহমেদ অনুপমের ব্যক্তিগত উদ্যোগে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় প্রায় তিন শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ দেয়া হয়। ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করে দেশ ডায়গনিস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাদিকুর রহমান। সেবা সমূহ গুলোর মধ্যে জ্বর, ঠান্ডা, ডাইবিটিস, বাত, ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকৎসা সেবা প্রদান করা হয় ।
উল্লেখ্য ইতিমধ্যে বেশ কয়েকবার ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পের ব্যাবস্থা করেছিলেন শেখ মোঃ মারোক আহমেদ অনুপম।

আপনার মতামত লিখুন :