সিরাজদিখানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শহীদ শেখ (পাখি)
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১১ PM, ১০ অক্টোবর ২০২০

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে কুসুমপু জাগরণী সংসদের আয়োজনে চাইনিজবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে আলিফ এন্টারপ্রাইজ বনাম টাচিং সোলস অংশ গ্রহন করে। খেলার ৪০ মিনিটের সময় সমাপ্তির পর কেউ কাউকে গোল দিতে না পারায় পরবর্তী ট্রাইবেগারের মাধ্যমে এক গোলের ব্যবধানে টাচিং সোলসকে পরাজিত করে আলিফ এন্টারপ্রাইজ বিজয়ী হয়।

ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৃধা গ্রুপের চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। এছাড়া শতাধিক মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ফুটবল টুর্ণামেন্টে টাচিং সোলস দলের মো.রতন সেরা খেলোয়ার নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :