সিরাজদিখানে পানিত ডুবে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ সিরাজদিখানে পানিতে ডুবে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার ২৬ নভেম্বর পাশের গ্রাম কাজীরবাগ খান বাড়ির ডোবায় তার লাশ পাওয়া যায়।
স্বজনরা ধারণা করছেন মৃগি রোগের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। কোন অভিযোগ না থাকায় এলাকাবাসী বিকালে লাশ দাফন করে। মৃতের বাবার নাম বাদশা মিয়া। তারা উপজেলার ফুরশাইল গ্রামে কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
রাসেলের মা রেহেনা বেগম জানান, বুধবার সকালে বাসা থেকে বের হবার পরে রাতে না ফেরায় আশেপাশে খোঁজাখুজি করে। পরে বৃহস্পতিবার ১২ টার দিকে কাজীরবাগ ডোবা থেকে লাশ পাওয়া যায়। সে মৃগিরোগী ছিল। বিকাল ৫ টার দিকে এলাকা বাসীর সহযোগিতায় দাফন সম্পন্ন করা হয়।