সিরাজদিখানে নিমতলা ফুটওভার ব্রিজ দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ফুটওভার ব্রিজ, যানজট নিরসন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখা সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
বুধবার ১৪ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার চোকদারপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন আই এবি অফিস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে করেন। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ করে সন্তোষপাড়া এসে মিছিলটি শেষ হয়।
এ-সময় উপস্থিত বক্তারা নিমতলায় ফুটওভার ব্রিজ নির্মান ও উপজেলার মোড় হতে সন্তোষপাড়া পর্যন্ত যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণ সহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন বন্ধে নিপীড়ক ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বিধানের জোড় দাবী জানান।
এ-সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কবির, আরো উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, উপজেলা শাখার সদস্য মাওলানা জসিমউদদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ