সিরাজদিখানে দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৬ PM, ১০ অক্টোবর ২০২০

মুন্সীগঞ্জ সিরাজদিখানে দীর্ঘদিনের এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১০ অক্টোবর সকাল ১১ টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: রিজাউল হকের দিক নির্দেশনায় এএসআই হাফিজুর রহমান সবুজ ও সংগীয় ফোর্স উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর দামালিয়ার দুর্গম বিলে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার রশুনিয়া ইউনিয়নের দামালির গ্রামের আঃ রব বেপারীর ছেলে সিনহা বেপারি (৪৫) কে গ্রেফতার করেন।

ওসি মো: রিজাউল হক সিরাজদিখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেই থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধ দমনে সিরাজদিখান থানায় সকল অফিসার ফোর্সদের নির্দেশনা দেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ রিজাউল হক জানান দীর্ঘদিনের পলাতক সিনহা বেপারী কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :