সিরাজদিখানে জাতীয় শোক দিবস পালন

সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এরপর উপজেলা পরিষদ আঙিনায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কবর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রানী নাগ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।