সিরাজদিখানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন্যাক্রান্ত ও দুঃস্থ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার মোড় আলাউদ্দিন কমপ্লেক্স এ সাজেদা ফাউন্ডেশনের কার্যালয়ে ১শ জনকে নগদ ৫শ টাকা করে ও খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সাজেদা ফাউন্ডেশন ম্যানেজার মো. রাহাদুজ্জামান বলেন, সাজেদা ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাড়ায় এবং ভবিষ্যতেও দাড়াবে। এসময় উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশন ম্যানেজার এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান, একাউন্টেন্ট মো. মাফুজুর রহমান সহ আরও অনেকে।