সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ PM, ১৩ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জ সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে বালুচর বাজার বনিক সমিতির আওতাধীন বালুচর বাজার বস্ত্র বিতরণী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৩ ডিসেম্বর সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বালুচর বাজারে বস্ত্র বিতরণী মালিক সমিতির ৬ টি পদে নির্বাচনে মধে ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মোঃ আঃ কাদের সাধারণ সম্পাদক মোঃ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদ হোসেন অর্থ সম্পাদক আলমগীর নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি প্রার্থী চেয়ার প্রতীক মোঃ মুলকে আলম পান ৬৩ ভোট। ১১০ ভোট এর মধে প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী আনারস প্রতীক সৈয়দ হোসেন পান ৪১ ভোট। চেয়ার প্রতীক মোঃ মুলকে আলম ২২ বেশী পেয়ে জয় লাভ করে সভাপতি হিসেবে নির্বাচিত হন।

বালুচর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হাছান জানান আগামীতে বাজার পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য আমরা এ সকল নির্বাচন দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে বাজার নেতৃত্ব শুন্য না হয়।

বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ মোঃ আমির হোসেন বলেন খুবই শান্তিপূর্ণ ভাবে উৎসমুখ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :