সিরাজদিখানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-১

মুন্সীগঞ্জ সিরাজদিখানে অপহণকৃত (৩) বছরের শিশু কন্যা উদ্ধার করে অপহরণকারী ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর খাসকান্দী গ্রামে এসআই মোঃ মামুন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইউনুস আলীর স্ত্রী আসামী সারমিন বেগম (৩৮) কে গ্রেফতার করে ও অপহণকৃত (৩) বছরের শিশু কন্যা খাদিজা আক্তার কে উদ্ধার করেছে।
এজাহার সুত্রে যানা জায় ৩ বছরের খাদিজা আক্তার কে মামলার বাদী শাহজাহান মিয়ার নিকট হইতে খাদিজা আক্তারের নানী ও খালা গত ২,৮,২০১৯ ইং তারিখে বেড়ানোর কথা বলে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরগুলগুলিয়া গ্রামে নিয়ে আসে পরে বাদী ও তার স্ত্রী গত ২৮,৯,২০২০ ইং তারিখে শাশুড়ী এবং স্ত্রীর বোন এর নিকট খাদিজা আক্তারের কথা জানতে চাইলে তাহারা বলে বিক্রি করে দিয়েছি বেশী বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলবো বলে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে বাদী মেয়েকে ফিরে পাবার জন্য বিভিন্ন যায়গায় দৌড়াদৌড়ি করে স্থানীয় ভাবে ব্যর্থ হয়ে কোটে মামলা করেন। পরর্বতীতে গত ৯,৯,২০২০ ইং তারিখে সিরাজদিখান থানায় শিশু অপহরণ মামলা রুজু করার আদালত নির্দেশ প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করিয়া শারমিন আক্তার কে গ্রেফতার করে ও শিশু খাদিজা আক্তার কে উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন জানান থানা একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা হয়েছে। মামলার ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করি এবং মামলার ১নং মূল আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। পরবর্তীতে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নিবেন শিশুটি কার কাছে থাকবে।