সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন আজিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,সদর
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৫ AM, ১১ মে ২০২৩

আগামী ২০ মে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অন্যতম একজন প্রত্যাশী ছিলেন দলের উপদেষ্টা আজিজুল ইসলাম। তিনি উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। টানা দুইবার নৌকা প্রতীক নিয়ে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা থেকেই তিনি মূলত: দলের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। দলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি সমর্থন থাকার চিত্রও পরিলিক্ষিত হয়। তবু মনের ক্ষোভে শ্রীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন আজিজুল ইসলাম। গতকাল বুধবার এ প্রতিবেদককে সরে দাঁড়ানোর সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে আজিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শ্রীনগর আওয়ামী লীগকে আগলে রেখেছি। এর প্রতিফলনে দুইবার ষোলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছি। আমি ও আমার পরিবার আওয়ামীলীগের সাথে জড়িত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন ও তৃণমুল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে সক্রিয় ভাবে সকল প্রোগামে অংশ নিয়েছি। এরপর তিনি আমাকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্যানেল তৈরী করার আশ্বাস দেন। পরবর্তীতে তিনি আরও কয়েকজন সাধারন সম্পাদক প্রার্থীদের একই আশ্বাস দেন। তাই ইচ্ছে থাকা সত্বেও সাধারন সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, যতদিন বাচবো আওয়ামীলীগকেই ভালবেসে যাবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি ও আমার পরিবার আওয়ামীলীগের পাশে থাকবো। এছাড়া দলের স্বার্থে সকল কর্মকান্ডের সাথে আওয়ামীলীগের পাশে থাকবো।

আপনার মতামত লিখুন :