সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল-এর উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন

দৈনিক ইত্তেফাক পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন সিনিয়র সাংবাদিক মো. নজরুল ইসলাম, মো. আওলাদ হোসেন, শফিকুর রহমান, অধীর রাজবংশী, মোহন মোড়ল, উজ্জ্বল দত্ত, আমিনুল ইসলাম মাসুম, মীর রাতুল, আরিফুল ইসলাম শ্যামল, মো. অমিত খাঁন, নাজমুল হাসান সুজন, মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ নাহিদ হাসান,তাইজুল ইসলাম উজ্জ্বল, মো. রাজু আহমেদ প্রমুখ।
এ সময় সাংবাদিকরা সিনিয়র সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।