সংবাদ প্রকাশের পর শ্রীনগরে রাঢ়িখালসহ বিভিন্ন স্থানে ভেসাল উচ্ছেদ

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ PM, ২০ সেপ্টেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল সুইচ গেইটের সামনে ভেসালসহ মোট ৮টি নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ করা হয়েছে। সোমবার বিকালের দিকে রাঢ়িখাল, পাটাভোগ ও ফৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব ভেসাল উচ্ছেদ করা হয়। এ সময় ৩টি মামলায় মোট ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রোববার বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে “শ্রীনগরে রাঢ়িখাল সুইচ গেইটের সামনে ভেসালে পোনা নিধন!” শিরোনামে সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। ওই দিন বিকালেই রাঢ়িখাল সুইচ গেইচ গেইটসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ এসব ভেসাল উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে অসাধু জেলেরা সটকে পরে। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাঢ়িখালসহ বিভিন্ন স্থানে মোট ৮টি ভেসাল উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে ভেসাল স্থাপন করার অপরাধে ২০০৯ মৎস্য সংরক্ষণ আইনে ৩ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দকৃত পোনা মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। ভেসাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :