সংবাদ প্রকাশের পর শ্রীনগরে বাড়ৈখালী ও হাঁসাড়ায় অবৈধ ভেসাল উচ্ছেদ

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৯ PM, ১৯ সেপ্টেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের আড়িয়াল বিল সংলগ্ন বাড়ৈখালী-খাহ্রা সড়কের (সাবেক ভাঙ্গা পোল) সেতুর উত্তর পাশের মুখে অবৈধ ভেসালসহ বাড়ৈখালী ২টি ও হাঁসাড়া এলাকায় ৪টি মোট ৬টি নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় বাড়ৈখালীর এলাকার খাহ্রায় মুকুল রাজবংশী ও শান্ত রাজবংশী নামে দুই জেলেকে আর্থিক জরিমানা করা হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকাসহ অনলাইন পোর্টালে “শ্রীনগরের বাড়ৈখালীতে অবৈধ ভেসালে পোনা নিধন!” শিরোনামে সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। ওই দিন শনিবার অভিযান চালিয়ে খাহ্রা ভাঙ্গপোলের সামনে ভেসালসহ অত্র এলাকায় দিনব্যাপী ভেসাল উচ্ছেদ করা হয়। এ সময় নিষিদ্ধ ভেসাল স্থাপন করার অপরাধে দুই জনের কাছ থেকে জরিমানার মোট ১০ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মো. সজিব আহমেদ।

ভ্র্যম্যমাণ অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা সটকে পরে। এ সময় মৎস্য কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই শান্তি রঞ্জন দাস উপস্থিত ছিলেন।

শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, এই অভিযানে মোট ৬টি ভেসাল উচ্ছেদ করা হয়েছে। দুইটি মামলায় জরিমানার মোট ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। ১৬০ কেজি জব্দকৃত পোনা মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। ভেসাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :