সংবাদ প্রকাশের পর শ্রীনগরে ইউপি সদস্য’র ড্রেজারের লাইন অপসারণ

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৩ PM, ২১ অগাস্ট ২০২১

শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ঝুমুর সিনেমা হল রোড থেকে স্থানীয় ইউপি সদস্য শেখ মো. হুমায়ুনের ড্রেজার পাইল লাইনটি অপসারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরাতন ফেরি ঘাটের সংযোগ সড়কটির রানী জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার সামান্য নিচ দিয়ে ছিদ্র করে অবৈধভাবে ড্রেজারের লাইনটি নেওয়ার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যর বিরুদ্ধে।

এনিয়ে গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে শনিবার সকালে সড়ক থেকে ছাড়পত্র বিহীন ড্রেজার লাইনটি অপসারণ করা হয়। এর আগে উপজেলা (এলজিইডি) সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে সড়ক ছিদ্র করার সত্যতা পান।

উল্লেখ্য, শ্রীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো. হুমায়ুন গুরুত্বপূর্ণ সড়কটি ছিদ্র করে ড্রেজার পাইপ লানের সংযোগ দেয়। তার পাশেই সড়কের পূর্ব পাশে শ্রীনগর-গোয়ালীমান্দ্রা খালের মাঝখানে ড্রেজার একটি ষ্টেশন স্থাপন করে বালু/মাটি বাণিজ্য শুরু করে। বেশ কিছু দিন ধরে ষ্টেশন থেকে রাতের আঁধারে বাল্কহেড থেকে ড্রেজারের মাধ্যমে বালু উলোলণ করা হচ্ছিল। রাস্তার ক্ষতি করার পাশাপাশি ড্রেজারের বিকট শব্দে বসবাসকারীরা চরম ভোগান্তির শিকার হন। বেশ কয়েক বছর ধরে জনগণের ভোগান্তির সৃষ্টি করে স্থানীয় ইউপি সদস্যর এ ধরণের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। ব্যস্ততম সড়ক থেকে ড্রেজার পাইপ লাইনটি অপসারণ করায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :