শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ PM, ৩০ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধা, নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালের দিকে শ্রীনগর সদর ইউনিয়নের অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ বিদ্যালয়ে শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :