শ্রীনগর সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ১লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ।
শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান শিক্ষক ড. মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে বসন্তবরণ ও পিঠা উৎসবে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ নাসির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক জাকিরুল ইসলাম মন্ডল, পিইউ ও বিএনসিসি’র জাকারিয়া কাইয়ুম সহ আরও অনেকে।