শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

এসো মিলি প্রাণের স্পন্দনে, কাটুক সময় আত্মার বন্ধনে শ্লোগানে শ্রীনগর সরকারি কলেজের ২০১০ইং সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দিনব্যাপী ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ও কলাকোপা এলাকায় এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।দীর্ঘ প্রায় ১১বছর পরে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হলো।এতে শ্রীনগর সরকারি কলেজের ২০১০ইং সালের এইচএসসি ব্যাচের ২৮জন পুরুষ ও ৭জন নারী শিক্ষার্থী অংশ নেয়।
পূনর্মিলনী উপলক্ষে এক নৌভ্রমণের আয়োজন করা হয়।নৌভ্রমণটি সকাল সারে ৮টায় শ্রীনগর সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন এলাকা থেকে যাত্রা শুরু করে, দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে খেলাধুলা ও জুম্মার নামাজের জন্য সময় নির্ধারণ করে দেয়া ও দুপুরের খাবারের জন্য রান্নার আয়োজন করা হয়।
ফুটবল খেলা ও জুম্মার নামাজ শেষে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার প্যালেস পার্কের আদনান পার্কে কিছু সময় অবস্থান করে বিশ্রাম, ঘোরাঘুরি ও ছবি তুলে শিক্ষার্থীরা।দুপুরের খাওয়াদাওয়া ও বিকালে আড়িয়াল বিলে নৌভ্রমণ অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে গান নাচ ও কৌতুকে অংশ নেয় শিক্ষার্থীরা।সন্ধা ৭টায় পূনরায় শ্রীনগর সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন এলাকায় এসে নৌভ্রমণ শেষে পূনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা সকলে বন্ধুদের মধ্যে যারা পরিশ্রম করে পূনর্মিলনী সফল করেছে তাদের সকলকে ধন্যবাদ সহ শুভ কামনা জানিয়েছে।