শ্রীনগর বিএনপির আলোচনা সভা ও দোয়া

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আলোচনা সভা ও দোয়া করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর বাজারের দলীয় কার্যালয়ে এ আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মমিন আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, হাষাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনসুর আলী মাঝি, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন তালুকদার, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির আলী মৃধা, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম কফিল, কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান বরুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান দেওয়ান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু তাহের, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাই তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম ইমাম সাচ্চু, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ ইদ্রিস আলী, শ্রীনগর সরকারী কলেজের সাবেক জিএস সিদ্দিকুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান, হাষাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সধারন সম্পাদক মোহম্মদ আলী, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি দিদারুল ইসলাম অভি, বাঘরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহম্মদ আলী মাদবর, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আরমান হোসেন লিমন, সিরাজ হাওলাদার, ফজলে রাব্বি চৌধুরী রনি, শহীদুল ইসলাম, নুরুল আমিন দেওয়ান, রাজু আহমেদ, মোয়াজ্জেম হোসেন মোড়ল, জামিল হোসেন বিপ্লব, আদিলুর রহমান, মো. স্বাধীন, মাসুদ, নুরুল ইসলাম, মো. কালাম, মো. সিদ্দিক, মো. বাবুল, মো. শামসুল ইললাম, মো. খোকন, তানভীর সোবহান, তরিকুল ইসলাম, মো. বুলেট, প্রিন্স, মাহবুবুর রহমান মিন্টু প্রমুখ।