শ্রীনগর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক (ফায়ার ড্রিল) মহড়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের শ্রীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীনগর ফায়ার সার্ভিসের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন এর পরিচালনায় অগ্নি নির্বাপক মহড়ায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জ জেলার উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন।এসময় তিনি অগ্নি প্রতিরোধ, নির্বাপক, উদ্ধার ও জরুরী বহির্গমণ বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন শ্রীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন দেওয়ান, শ্রীনগর ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।