শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৮ PM, ০২ জানুয়ারী ২০২৩
ফাইল ছবি

“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে মুন্সীগঞ্জ শ্রীনগরে পাইলট স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ দিবস করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে নতুন বছরের প্রথম দিনে আনন্দ উৎসব মুখর পরিবেশে বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালন করা হয়।

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রদিপ কুমার সাহার সঞ্চালনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সহকারী অধ্যক্ষ বাবু পরিমল দাশ, সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম, মো. আলতাফ হোসেন, মো. সিদ্দিকুর রহমান খান, মনতোষ ধর প্রমুখ।

আপনার মতামত লিখুন :