শ্রীনগর ছনবাড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ি ওভারব্রিজের নিচে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভারসহ ২ জন আহত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১ টার দিকে এই ঘটনা ঘটে। শ্রীনগরের রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকার ড্রাইভার বকুল মোল্লা (৩৮) ও তার সহযোগী একই এলাকার সোলাইমানকে (২৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা পিকআপ ভ্যানটি ছনবাড়ি সড়কের বাপ পাশে আসার সময় বিপরীত থেকে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে করে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুছরে ভিতরে ড্রাইভার আটকা পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।
এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়ির দরজা কেটে আটকে পড়া ওই ড্রাইভারসহ এক যাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। সংর্ঘষের পরেই বালু ট্রাকটি পালিয়ে যায়।