শ্রীনগর উপজেলা শাখার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন

শ্রীনগর উপজেলা শাখার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে হাফেজ আব্দুস সালাম কে সভাপতি ও মুফতি আব্দুল আলিম কে সেক্রেটারি করা হয়।
এছাড়াও হাফেজ মাওলানা মুফতি মুঈনুদ্দিন কে সহ-সভাপতি ও মুফতি আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক আরেফি।
এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান কারিমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান।
এছাড়াও এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আই এ বি শ্রীনগর উপজেলা সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান,আই এ বি শ্রীনগর উপজেলা সেক্রেটারি মুফতি শাহাদাত হোসাইন সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।