শ্রীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক মো. আব্দুল হাই ও সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত দলীয় প্যাডে শ্রীনগর উপজেলা বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।এতে মো. শহিদুল ইসলাকে আহ্বায়ক ও মো. হাফিজুল ইসলাম খানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। মো. শহিদুল ইসলাম শ্রীনগর উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতির দায়িত্ব পালন করেছেন ও মো. হাফিজুল ইসলাম খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য যুগ্ন-আহবায়ক হলেন মো. তাজুল ইসলাম, আবুল কালাম কানন, দেলোয়ার হোসেন, রাহাদুল ইসলাম রিপন মিয়া, আশ্রাফ হোসেন রিপন, সেলিম হোসেন খান, সোহরাব হোসেন ও ফারুক মোড়ল।