শ্রীনগর উপজেলা প্রশাসনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১১ PM, ২৬ মার্চ ২০২১

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা প্রশাসন নানান আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।

শুক্রবার ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু করে শ্রীনগর উপজেলা প্রশাসন।সকাল ৮ টায় ষোলঘর একে এসকে উচ্চ

বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুজকাওয়াজে সালাম গ্রহন করা হয়।পরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি, চৌধুরী।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, ওসি(অপারেশন) সফর আলী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিপু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।

আপনার মতামত লিখুন :