শ্রীনগর উপজেলা কল্যান সমিতি’র অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০০ PM, ১০ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে সেবা দিতে শ্রীনগর উপজেলা কল্যান সমিতি’র অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় শ্রীনগর সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

শ্রীনগর উপজেলা কল্যান সমিতি অক্সিজেন ব্যাংকের আহ্বায়ক মোঃ শাহে আলমের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা কল্যান সমিতির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রেজাউল হক, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া।

এতে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, এস.এম.এ খালেক, আব্দুল লতিফ মিয়া, জি.এম.এ লতিফ, তাজুল ইসলাম, এ্যাডভোকেট কামরুল হাসান, কাউসার মৃধা সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন এই সংকটময় সময়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে শ্রীনগর উপজেলা কল্যান সমিতি।এটি একটি মহতি উদ্যোগ।গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে প্রাথমিকভাবে ১১টি সিলিন্ডার ও আনুসাঙ্গিক আরও কিছু সুরক্ষা সামগ্রী নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।খুব শীঘ্রই সিলিন্ডারের পরিমাণ ৫০-এ উন্নিত করা হবে বলে জানান অক্সিজেন ব্যাংকের আহ্বায়ক।

এর আগে গত রবিবার বেলা ১২ টায় শ্রীনগরের সেবা জেনারেল হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদুল হাসান ৪২ জন স্বেচ্ছাসেবীকে তাদের নিজেদের সুরক্ষা সহ রোগিদের কিভাবে অক্সিজেন প্রদান করতে হয় সে বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন।

আপনার মতামত লিখুন :