শ্রীনগর উপজেলা কল্যান সমিতির অফিস উদ্বোধন

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৩ PM, ১৭ সেপ্টেম্বর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্রীনগর উপজেলা কল্যান সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকালে শ্রীনগর সদরের শ্রীনগর শপিং কমপ্লেক্সে সমিতির অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীনগর উপজেলা কল্যান সমিতির উপদেষ্টা ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. মোজাহেরুল হক,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য গোলাম কিবরিয়া শিমুল।

শ্রীনগর উপজেলা কল্যান সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জি.এম.এ লতিফের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা কল্যান সমিতির উপদেষ্টা এস.এম.এ খালেক, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হায়াত হেদায়েত,সহ-সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি মমিন উল্লাহ্, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ নান্নু হাজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন আকাশ,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা কল্যান সমিতি অক্সিজেন ব্যাংকের উপ-কমিটির আহ্বায়ক শাহে আলম, সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :