শ্রীনগরে ৭দিনের যুব প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীনগরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের হাঁস-মুরগী পালন বিষয়ক ৭দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিউটে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। ৬০ জন নারী-পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিউটের প্রতিষ্ঠাতা সদস্য জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।