শ্রীনগরে ৬০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, ভেসাল উচ্ছেদ ও আর্থিক জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কোলাপাড়া, ফুলকুচি, ষোলঘর, আটপাড়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।অভিযানে প্রায় ৯০ হাজার মিটার বিভিন্ন নিষিদ্ধ জাল জব্দ, ৪টি ভেসাল উচ্ছেদ ও ২টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় খবর পেয়ে অসাধু জেলেরা সটকে পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ জানান, নিষিদ্ধ জাল ও পোনা মাছ ধরার অপরাধে ২ ব্যক্তির কাছ থেকে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫শত টাকা করে জরিমানার মোট ১ হাজার টাকা আদায় করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।