শ্রীনগরে ৫ ছিনতাইকারী আটক

শ্রীনগরে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতা ৫ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার রাত ১০ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ছিনতাইকারীরা হল লিমন মিয়া (২২), মনসুর (২৬), মজিবর রহমান (৫০), হাবিবুর রহমান (২৫) ও মো. শাহিন (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাঁসাড়া পালের বাড়ি মার্কেটের রাফসান কসমেটিক ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট আমিনুল ইসলাম রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল।রাত ১০ টার দিকে সে নয়াপাড়া জামে মসজিদের সামনে আসলে অভিযুক্ত ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে।পরে গণধোলাই দিয়ে তাদেরকে শ্রীনগর থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার পর মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।