শ্রীনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

শ্রীনগরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গত রোববার দুপুরে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।
ঘটনার পর থেকে ধর্ষক ধলু মিয়া (৬৫) পলাতক রয়েছেন বলে জানাগেছে।প্রায় ১ মাস আগে একই দিনে শিশুটির বাবা ও চাচা মারা যান। বাবা মারা যাওয়ার এক মাসের ব্যবধানে শিশুটির উপর এমন বর্বোরোচিত ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে।
শিশুটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি তাদের প্রতিবেশী ধলু মিয়ার বাড়িতে খেলতে যায়। এসময় ধলু মিয়া (৬৫) তাকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ্য হয়ে পরে। এসময় শিশুটির মা তাকে গোসল করিয়ে খাবার খেতে দিলে শিশুটি কান্নাকাটি শুরু করে এবং তার মাকে বিষয়টি খুলে বলে। শিশুটির মা সাথে সাথে বৃদ্ধ ধলু মিয়ার মেয়েকে ডেকে এনে বিষয়টি জানান। এরপর থেকেই ধলু মিয়া পলাতক রয়েছেন। স্থানীয়ভাবে একটি গ্রুপ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং থানায় অভিযোগ না দিতে চাপ সৃষ্টি করে। একারণে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে বলে শিশুটির পরিবারের দাবি।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।