শ্রীনগরে ৪৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার একশ গজ দূর থেকে ৪৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ মোড় এলাকা থেকে মাদক সহ কারবারি ওয়াসিম (৪০) কে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।মাদক কারবারি ওয়াসিম শ্রীনগর সদরের দেউলভোগ ধাইসার এলাকার ইসমাইল হাওলাদারের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের একটি টিম দেউলভোগ এলাকায় অবস্থান নেয়।এসময় মাদক কারবারি ওয়াসিম ট্রাক নিয়ে ওই এলাকা পার হওয়ার সময় পুলিশ ট্রাক টিকে আটক করে।পরে তল্লাশি চালিয়ে ট্রাকে থাকা ২টি প্যাকেট থেকে ৪৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদক কারবারি ওয়াসিম কুমিল্লা থেকে এগুলো শ্রীনগর নিয়ে এসেছে।মুন্সীগঞ্জের দ্বীন ইসলাম নামের একজন তার কাছ থেকে আজই এই মাদক নিয়ে যেত।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের একটি টিম মাদক সহ ওয়াসিম কে গ্রেফতার করে।তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।