শ্রীনগরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া

২০০৪ সালের এইদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত মিছিল পূর্ব-সন্ত্রাস বিরোধী সমাবেশে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে গ্রেনেড হামলা ও গুলি বর্ষন করে ঘতকেরা।
এ ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রধানমন্ত্রীসহ ৫’শতাধিক নেতাকর্মী। ২০০৪ সালের পর থেকে এ দিনটি‘ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ’ হিসেবে পালন করা হয়। বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবিাদে ও হতাহতদের স্বরণে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সারাদেশের মত শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এত কিসমত উল্লাহর উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর কোলাপাড়া বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।