শ্রীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৯ AM, ০৬ অক্টোবর ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ হেনা বেগম (৪০) ও জরিনা বেগম (৩০) নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গেলো মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুশুরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ২নারী মাদক কারবারি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার গফিনাথপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০’র এক প্রেরিত বার্তা থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার কুশুরীপাড়া এলাকার বাইপাশ মোড়ে আল-আমিন ষ্টোরের সামনে রাস্তা থেকে হেনা বেগম ও জরিনা বেগমকে আটক করে।এ সময় তাদেরকে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মতামত লিখুন :