শ্রীনগরে ২টি প্রতিষ্ঠান কে ১৫হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখার অভিযানে ২টি প্রতিষ্ঠান কে ১৫হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে মায়ের দোয়া বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন, উৎপাদিত কেকে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য তালিকা উল্লেখ না থাকা,কেক তৈরির ক্রীমের মধ্যে মৃত মশা মাছি ও ইদুরের বিষ্ঠা পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বেকারি টিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও রোকেয়া ডেন্টাল কেয়ারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যাওয়ায় ও সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ মেশিন না থাকায় প্রতিষ্ঠান টিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহযোগীতায় অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।