শ্রীনগরে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

শ্রীনগরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহিম খলিল উজ্জ্বল (৪৩) ও শাহ আলম ওরফে সেন্টু (৪৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন বাজার সংলগ্ন উজ্জ্বলের বাড়ির ইজিবাইকের গ্যারেজ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল উজ্জ্বল উত্তর কামারগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীনের (জয়নাল মুক্তার) ছেলে ও শাহ আলম ওরফে সেন্টু একই গ্রামের শেখ আলী আকবরের ছেলে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আতিক জানান, র্যাব-১১ তাদেরকে গ্রেপ্তার করে শনিবার রাত ১১ টার দিকে তাদেরকে শ্রীনগর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার ২২ (৩) ২০২১। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।