শ্রীনগরে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন

শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে মোট ৮ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব, হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল জাব্বার খানসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাধারণ অভিভাবক সদস্য পদে ২৩৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন লিটন হোসেন সেলিম, ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোস্তাক আহম্মেদ, ২২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আবুল কালাম আজাদ ও ২০৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. উজ্জ্বল হোসেন। অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে বুবলী আক্তার ২৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। ভোট গননা শেষে শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সুরাইয়া আসরাফী ফলাফল ঘোষনা করেন।