শ্রীনগরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ মো. ইয়াসিন মোল্লা (৩৮) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত ১৬ মে রবিবার রাতে উপজেলার বালাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪০০ মিলিগ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২০০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি ইয়াসিন মোল্লা বালাশুরের মন্নাফ মোল্লার ছেলে।
র্যাব এক বার্তায় জানায়, র্যাব-১১’র কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ’র নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮:৪০ মিনিটে শ্রীনগরের বালাশুরের মন্নাফ মোল্লার বাড়ির সামনে ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। ইয়াসিনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।