শ্রীনগরে সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানে অভিযান, আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৭ PM, ০৮ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সয়াবিন তেলের দাম বেশী রাখায় ৪টি প্রতিষ্ঠান কে ও একটি মিষ্টির দোকান কে আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সারে ১১টার দিকে শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।এসময় সয়াবিন তেলের বোতল খুলে সরকার নির্ধারিত দাম অপেক্ষা বেশী দামে সয়াবিন তেল বিক্রি করায় তালুকদার স্টোরকে ১০হাজার টাকা জরিমানা ও বোতলের গায়ের দাম থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় আলাউদ্দিন স্টোর কে ২হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও উন্মুক্ত ভাবে রাস্তার পাশে খাদ্য সংরক্ষণ করায় খান সুইটসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করায় শিহাব স্টোরকে ৫হাজার টাকা ও বোতল জাত তেলের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় ওসমান গনি ইয়াসমিন স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের কে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও আইনশৃঙ্খলায় সহযোগিতা করে শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

আপনার মতামত লিখুন :