শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৬ PM, ১২ মে ২০২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে সড়ক দুর্ঘটনায় মিন্টু হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় অজ্ঞাত এক ব্যক্তিসহ নিহত চালকের ভাগিনা আরমান (১১) আহত হয়। চালক মিন্টু হাওলাদার সিপাই বাগের খিলগাঁও চৌরাস্তা এলাকার আব্দুল রশিদের পুত্র ও শিশু আরমান একই এলাকার শাকিলের পুত্র।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী দ্রæত গতির মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো হ-৫৪৭৬৯৯) সমষপুর ওভারব্রিজে একটি পিকআপ (ঢাকা মেট্রো ট- ২৪০৫০৩) পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বাইক চালক মারা যায়। এসময় মোটরসাইকেল আরোহী এক শিশুসহ দুজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এস তাদের উদ্ধার করে।

এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানায়, এঘটনায় ঘটনাস্থলেই চালক মারা গেছে। চালকের ১১ বছরের ভাগিনাসহ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তিনি আরো জানান, একই সময়ে মহাসড়কের ষোলঘরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রীনগরের রাঢ়িখাল এলাকার খোরশেদ (৩৫) ও মোর্শেদ (৩২) নামে আপন দুই ভাই আহত হন।

আপনার মতামত লিখুন :